👌👌 ফ্রিলান্সিং জগতে আমার সবচেয়ে পছন্দনীয় সেক্টর হলো ডিজিটাল মার্কেটিং। কারন এটা এমন একটা সেক্টর যেখানে সকল ফ্রিলান্সাররা খুব অল্প সময়ে অনেক কিছু শিখতে পারে এবং অনেক বিষয় জানেতে পারে, যেটা অন্য সেক্টর এর মাধ্যমে এত অল্প সময়ে সম্ভব হয় না। আর এই সেক্টরে বিভিন্ন উপায়ে খুব কম সময়ে অনেক টাকা ইনকাম করা যায়। যার কারনে আমার কাছেও এই ডিজিটাল মাকেংটিং সেক্টরটা সবথেকে বেস্ট মনে হয়। আর তাই আমি আমার প্রফেশনাল পেশা হিসাবে ডিজিটাল মাকেটিং সেক্টরকে বেছে নিয়েছি।
0 Comments