বর্তমানে বাংলাদেশে অনেক মানুষ জানতে চায় কিভাবে ঘরে বসে বা কিভাবে অল্প সময়ের মধ্যে অনলাইন থেকে অনেক টাকা ইনকাম করা যায়। তাই আজকে আমি অনলাইন থেকে খুব অল্প সময়ের মধ্য কিভাবে অনেক টাকা ইনকাম করা যায় তার কিছু দিক নির্দেশনা আপনাদের দিবো। আশা করি আপনাদের কাজে লাগবে।
চলুন তাহলে আর কথা না বারিয়ে জেনে নেই অনলাইন ইনকাম সম্পর্কেঃ
প্রথমেই রয়েছে ফ্রিলান্সিং
ফ্রিলান্সিং কি ? ফ্রিলান্সিং কি, তা হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। যারা জানেন তাদের জন্য আজকে আমার এই কথা গুলো সহজ হবে, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলবো- ফ্রিলান্সিং শব্দের মানে হলো “মুক্ত পেশা”, কোন ধরা বাধা নিয়ম ছাড়া, অতিরিক্ত পরিশ্রম ছাড়া যেই পেশা করা হয় তাই হলো ফ্রিলান্সিং। এখন কথা হলো কোন কোন কাজ বা পেশা ফ্রিলান্সিং সেটা কিভাবে জানবো বা কোন বিষয়ের উপর ফ্রিলান্সিং করলে অনলাইন থেকে খুব সহজে টাকা আয় করা যাবে যেমন-
- ডিজিটাল মার্কেটিং করে আয়
- ওয়েবসাইট থেকে আয়
- ওয়েবসাইট বিক্রি করে আয়
- বিভিন্ন কোর্স করিয়ে আয়
- বিভিন্ন মার্কেটপ্লেস থেকে আয়
বর্তমান সারা বিশ্ব অনলাইনের উপর নির্ভযোগ্য, সকল প্রকার কাজ কর্ম এখন অনলাইনে হয়। এখন খুব কম মানুষ’ই বিজ্ঞাপন দিয়ে ব্যবসা প্রচার করে। এখন যারা একটু শিক্ষিত তারা ইন্টারনেটকে কাজে লাগিয়ে অনলাইনের মাধ্যমে তার ব্যবসা বা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যায় এবং সকল প্রচার প্রচারণা করে থাকে। যেহেতু এখন প্রায় 95% মানুষ ইন্টারনেট ব্যবহার কারি তাই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে একটা ব্যবসা বা প্রতিষ্ঠানকে অনেক দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়া খুব সহজ। আর তার জন্য জানতে হবে ডিজিটাল মার্কেটিং।
কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিং করবো এর জন্য বাংলাদেশে রয়েছে অনেক প্রতিষ্ঠান এবং অনেক ডিজিটাল মার্কেটার। যাদের মাধ্যমে একজন মানুষ কিভাবে ডিজিটাল মার্কেটিং করবে তার শুরু থেকে একদম শেষ পর্যন্ত শেখানো হয়। তাদের মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর কোর্স করতে পারেন, এতে কোন নির্দিষ্ট বয়স লাগে না, সব বয়সের মানুষ ডিজিটাল মার্কেটিং করতে পারবে।
শুধু বাংলাদেশে নয় ডিজিটাল মার্কেটিং এর কদর রয়েছে দেশের বাহীরেও। বাংলাদেশের চাইতে বাহীরের দেশ গুলোতেই একজন ডিজিটাল মার্কেটারের চাহীদা অনেক বেশি। একজন ডিজিটাল মার্কেটার পরিপূর্ন ভাবে পারদর্শী হলে বেশির ভাগ কাজ করতে হয় বিভিন্ন বিদেশিদের সাথে। আর এটা অনলাইনে বিভিন্ন মার্কেটপ্লেস থেকে করা হয়। যেমন- আপওয়ার্ক (Upwork), ফাইভার (Fiver), লিংকডিন (Linkedin) ইত্যাদি।
এখন সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়টি আপনাদের জানাবো আপনি কোথায় থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স করবেন?
আপনি এর জন্য গুগল এর সাহায্য নিতে পারেন, আপনি গুগলকে জিজ্ঞেস করবেন বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং কোর্স এর জন্য কোন প্রতিষ্ঠান সবচেয়ে ভালো। তার পর সেখানে বেশ কয়টি প্রতিষ্ঠান এর নাম আসবে। আমি শিখেছি অর্ডিনারি আইটি, রাজশাহী থেকে। অর্ডিনারি আইটিতে অনলাইন এবং অফলাইন কোর্সের সুবিধা আছে। আমি অফলাইন 3 মাসের কোর্স করে এখন অনেক দূর আগাতে পেরেছি। চাইলে আপনারা অর্ডিনারি আইটি থেকে 3 মাসের কোর্সটি সম্পূর্ন করতে পারেন। অর্ডিনারি আইটি সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
আজকে আপনাদের ধারনা দিলাম কিভাবে ডিজিটাল মার্কেটিং করে ঘরে বসে লাখ টাক ইনকাম করা যায়। পরবর্তীতে আপনাদের অনলাইন থেকে ইনকাম করার আরও কয়টি বিষয় সম্পর্কে জানাবো। আশা করি আপনাদের এই পোস্টটি অনেক কাজে দিবে। আরও এমন নতুন নতুন তথ্য পেতে hellofy24 ওয়েবসাইটির সাথে থাকুন ধন্যবাদ।
0 Comments